আমার একটি গ্রামীনফোন সীমে পাক বল্ক দেখাচ্ছে আমি এখন কী করবো Plz help me
Share with your friends
Liman Ahmed

Call

যদি puck code নাম্বার চায় তাহলে নতুন সিম কেনার সময় সিম কার্ডটি যে অংশে লাগানো ছিল সেই অংশে একটা । puck code নাম্বার আছে।সেই নাম্বারটা দিলেই হয়ে যাবে।আর যদি নাম্বার না চায় তাহলে সিমটি নষ্ট হয়ে গেছে।আবার একটি সিম তুলতে হবে।

Talk Doctor Online in Bissoy App

PUK কোড নাম্বার চাইলে আপনার সিমের কাগজে যেই puk কোড আছে সেটা দিলেই চলবে।

Talk Doctor Online in Bissoy App

আপনার সিমের সাথে যে একটা কার্ড ছিলো সেখানে আপনার পাক কোড আছে।সেখান থেকে দেখে ঠিক করে নিন।আর যদি না থাকে তাহলে আর তা কিছুতেই ঠিক করা যাবে না তবে সিমের কাগজ পাতি থাকলে আর একটা সিম উঠানো যাবে।

Talk Doctor Online in Bissoy App