দেখু সকল কিছু চার দিখে তাকালেই বুঝাযায় যেমন, ভালো মন্দ সবাই পরীক্ষায় পাস করতে চায় কিন্তু সবাইতো মনদিয়ে পড়াশুনা করেনা। কিন্তু পরীক্ষার পর সেই যন্ত্রনা অনুভব করে।  এর কারন আছে, আমি যখন প্রাইমেরিতে পড়ি তখন আমাকে একজন শিক্ষক বলে ছিলেন " আবেগের কাছে যখন বিবেক পরাজিত হয় তখন মানুষ অপমানিত হয়। " এখানে ঠিক তেমনি দুনিয়ায় মানুষ বিবেগের কাছে পরাজিত হওয়ার কারনে আখিরাত ভুলে দুনিয়াকে নিয়ে পরেছে। তাই মানুষ মৃত্যুর কথা স্মরন রাখেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম প্রশ্ন:প্রত্যেকে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কাজ করে না কেন?


মহান আল্লাহতালা সবাইকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন।ফলে ব্যক্তি ইচ্ছানুযায়ী তার কাজ পরিচালনা করতে পারেন।

জান্নাত চিরস্থায়ী সুখের স্থান।আর জাহান্নাম চিরস্থায়ী শাস্তির স্থান।মানুষের কাজই নির্ধারণ করে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে।


দ্বিতীয় প্রশ্ন:প্রত্যেকে জান্নাতে যেতে চাই কিন্তু মৃত্যুকে ভয় পায় কেন?


মৃত্যু নয় সালাতই জান্নাতের চাবিকাঠি।মৃত্যু সে তো ইহকালের সমাপ্তি আর পরকালের সূচনা।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।যা অবশ্যম্ভাবী তা নিয়ে ভয় না পেয়ে যথাযথ পূর্বপ্রস্তুতি গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।


আশাকরি প্রশ্নের উত্তর পেয়েছেন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই!! আসলে আমরা মুসলিমরা দিন দিন অন্য ধর্মের কালচার এর দিকে ঝুকে পড়ছি, দিনের বেশিরভাগ সময়ই আমরা আললাহ কে ভুলে যাই আর যখন মাযে মাযে নামাজ পড়ি আললাহর কথা মাথায় আসে আর তখন জান্নাতে যেতে চায় আবার মৃত্যু কে ভয় পায়, আমরা আজ পরিপূর্ণ মুসলিম নই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Liman Ahmed

Call

নফস এবং শয়তানের ধোকায় পরে ভালো কারতে মন চায় না।যার কারনে আমরা অন্ধ হয়ে আছি।মৃত্যুকে ভয় পাই না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ