ব্লগ সাইটের জন্য। আমি. xyz ব্যবহার করবোনা শুধু .com ব্যবহার করবো। তাহলে কি ব্লগের কোন সমস্যা হবে?
Share with your friends

না কোন সমস্যা হবে না।  .xyz   এর চেয়ে .com ভালো। 

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

দেখুন প্রথম দিকের ডোমেইন গুলো নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দিয়া প্রণয়ন করা হয়েছিল। যেমন.  .com হচ্ছে কমার্শিয়াল এবং  . net  হচ্ছে নেটওয়ার্কিং।  যেহেতু অনলাইনে সকলেই ইনকাম বা ব্যবসার জন্য সাইট করতে চান তাই ডট কম ডোমেইনের ব্যবহার বেশি ও পরিচিত হয়ে গেছে। তাছাড়া উচ্চারনেও এটি সহজ ও মনে থাকে তাই এটিই সর্বাধিক ব্যবহৃত ও পরিচিত। কিন্তু আপনি ব্লগে যেকোন ডোমেইন এড করতে পারেন। এর জন্য কোন সমস্যা নাই।    .xyz অনেক পরে প্রণয়ন করা হয়। এবং এটির পরিচিতি কম। তাই সার্চ ক্রাউলারের কাছে এটির গুরুত্বও কম। এই কারনে ভাল ভিজিটর পেতে আপনার থাকা ডট কম ডোমেইনটি ব্যবহার করুন। এটাই ভাল হবে। তবে প্রশ্ন অনুযায়ী মূল কথা হচ্ছে যেটা খুশি ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নাই। শুধু ফ্রি ডোমেইন ব্যবহার করবেন না। ফ্রিতেই সমস্যায় পড়বেন।

Talk Doctor Online in Bissoy App