সময়

Call

কাবিনের টাকা হচ্ছে স্ত্রীর অধিকার এবং স্বামীর উচিৎ দেনমোহর পরিশোধ করে বাসর ঘরে প্রবেশ করা। স্বেচ্ছায় চলে গেলে বা স্বামী তালাক দিলেও দেনমোহর পরিশোধ করতেই হবে। এই কারণেই স্বামীর সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধার্য করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেন মোহর স্ত্রীর হক তা যথাযথ আদায় করা স্বামীর উপর আবশ্যক কর্তব্য। তবে যদি স্ত্রী, স্বামীকে মহরের পুরো বা আংশিক দাবী ছেড়ে দেয় বা তার সাথে এ মর্মে চুক্তিবদ্ধ হয় যে, স্বামী তাকে তালাক দিলে সে স্বামীকে মহরের দাবী ছেড়ে দিবে বা মাফ করে দিবে তাহলে তার সুযোগও ইসলাম রেখেছে। মাহান আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا

আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।-সূরা নিসা; আয়াত ৪

মহান আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন,

الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ

তালাকে-`রাজঈ' 'ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম। –সূরা বাকারা; আয়াত ২২৯

তাই উপরোক্ত আলোচনার ভিত্তিতে মহররের বিষয়টি স্বামী-স্ত্রীর মাঝে নিষ্পত্তি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ