আমি আমার পুরাতন কাবিন বাদ দিয়ে নতুন ভাবে কাবিন করতে চাই এটা কিভাবে করব?? আর মেয়ের মা বাবার স্বাক্ষর ব্যতীত কি নতুন ভাবে পুরাতন টা বাদ দিয়ে রেজিস্ট্রি বা কাবিন করা সম্ভব। প্লিজ এই উত্তরটা আমাকে জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হা, সম্ভব।  

কাজীর নিকটে যেতে হবে।

নতুন করে বিয়েটা কাবিন করতে হবে।

তখন আগের বিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।


মেয়ের অভিভাবকদের স্বাক্ষর ছাড়াই কাবিন করা যাবে।

তখন অন্য কেউ সেখানে স্বাক্ষর করবেন।

তবে, কাজীরা রিস্ক নিতে চায় না।

মেয়ের বাবা মা কে হাজির করতে বলবেন তিনি।


যদি না করা হয় তাহলে তিনি কাবিন নাও করতে পারেন।

আবার, কতিপয় কাজী কাবিন করতে পারেন।

এক্ষেত্রে তিনি টাকার পরিমাণ বেশি দাবি করবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ