বিজ্ঞান এর ক্ষতিকর কিছু দিক তুলে ধরুন বিতর্কের জন্য প্লিজ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১."বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ,কিন্তু কেড়ে নিয়েছে আবেগ"----যাযাবর।বিজ্ঞান মানুষকে বেশি কৃত্রিম করে তুলছে।  ২.বর্তমান শতাব্দীতে সংঘটিত ২টি মহাযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা বিজ্ঞানের দানবীয় শক্তিই তুলে ধরে যা মানুষের মনে সৃষ্টি করে আতঙ্ক।এটম বোমা,বোমারু ট্যাঙ্ক ইত্যাদি এর উদাহরণ। ৩.একজন বড় বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন,"আধুনিক প্রযুক্তিই পৃথিবী ধ্বংস করবে"।কারণ।বর্তমানে সব বয়সের মানুষই বিজ্ঞানের নেতিবাচক দিকের সঙ্গে জড়িয়ে পড়ছে।  ৪.বিজ্ঞান সবচেয়ে সেরা সৃষ্টি মানুষের বিকল্প তৈরী করেছে।যা বহু মানুষকে বেকার করে তুলছে।এতে সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা ও আত্মহত্যার মত অপ্রীতিকর ঘটনা। ৫.বিজ্ঞান মানুষের বিশ্বাসপ্রবণতা হ্রাস করে দিচ্ছে ও সন্দেহ বাড়িয়া দিচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ