The dog lay close to him and found a comfort there. (Make it complex) নিয়মসহ বলবেন।
Share with your friends
Call

এই বাক্যটা সাধারণত অর্থের সাথে সঙ্গতি রেখেই ট্রান্সফরমেশন করতে হবে। তাই এটার তেমন কোনো উল্লেখযোগ্য নিয়ম নাই। মজার কথা হচ্ছে simple, complex, compound এ নিয়ম দিয়ে খুব বেশি সমাধান করা যায় না। বেশির ভাগই অর্থের সাথে সঙ্গতি রেখে রুপান্তর করতে হয়।

--------> The dog found a comfort there when it lay close to him.
Talk Doctor Online in Bissoy App
Call

Rule: And যুক্ত Compound Sentence-এর একটি clause যদি অন্যটির কাল বা সময় নির্দেশ করে, তবে উক্ত Compound Sentence-টিকে Complex Sentence-এ পরিবর্তন করতে হলে, 


Sentence-এর প্রথমে Since/As/When বসবে + প্রথম clause টি বসবে + and-এর পরিবর্তে comma (,) বসবে + দ্বিতীয় clause-টি বসবে। 

উল্লেখ্য, কারণ বোঝালে Since/As বসে এবং সময় বোঝালে When বসে। 


তাই নিয়মানুযায়ী উক্ত প্রশ্নের উত্তরটি হবে, 


(When the dog lay close to him, it found a comfort there.)       

Talk Doctor Online in Bissoy App