ধাতুর অক্সাইডে পরিণত করা হলে ধাতুকে কার্বন-বিজারন পদ্ধতিতে খুব সহজেই নিষ্কাশন করা যায়। কার্বন বিজারন পদ্ধতিতে ধাতুর অক্সাইড ও কার্বন বিক্রিয়া করে মুক্ত ধাতু ও কার্বন-ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।  এজন্য প্রথমে ধাতুকে ধাতব অক্সাইডে পরিণত করে নিতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ধাতব অক্সাইডকে কার্বন বিজারন পদ্ধতিতে ধাতু মুক্ত করার জন্য আগে ধাতব অক্সাইডে পরিণত করা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ধাতু নিষ্কাশনের সময় আকরিককে ধাতব অক্সাইডে রুপান্তর করা হয় কারণ এতে খুব সহজেই কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুকে রুপান্তর করা যায়।(এক্ষেত্রে ধাতুকে ধাতব অক্সাইডে রুপান্তর করা হয় না)।বিক্রিয়ার সাহায্যে এই ধারণা ভালোভাবে বুঝা যায়।

PbS+O2--------------PbO+SO2(বিক্রিয়াটিতে অবশ্যই তাপ দিতে হবে)।এরপর,
2PbO+C--------------2Pb+CO2
এভাবে ধাতু নিষ্কাশন সহজে করা যায়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ