Call

শুধুমাত্র মুখস্ত বিদ্যা বেশিদিন মনে থাকেনা। তাছাড়া গণিততো আলাদা বিষয়। আপনি যদি পরীক্ষার আগে অংক কষার সময় না পান মনোযোগ সহকারে চোখ, মুখ, কান, মাথা খাটিয়ে ভালোভাবে জ্যামিতি বুঝতে চেষ্টা করবেন। বুঝে উঠলে মুখস্ত করতে হবেনা। আপনি পরীক্ষায় দিব্যি ভালো করতে পারবেন। এখনো অনেক সময় আছে কাল পরীক্ষা ১০টা/২টা যে টাইমেই হোক ভোর ৩/৩:৩০ টায় উঠে ভালোভাবে মনোযোগ দিয়ে লেখে পড়ুন। অংক করতে হবেনা শুধু মাথা খাটিয়ে সব অংক দেখে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

অনেকে বলে জ্যামিতি মুখস্তের বিষয়, বিশেষ করে উপপাদ্য। কিন্তু আমার মতে মোটেও এগুলো শুধু মুখস্থ করে পরীক্ষায় যাওয়া উচিত নয়। কেননা আপনি যতই মুখস্থ করুন পরীক্ষার সময় হটাৎ করে ভুল হয়ে যাবে। পক্ষান্তরে আমার মতামত হলো বিশেষ করে চিত্র মনে রাখুন এবং চিত্র দেখে কয়েকবার রিডিং দিন ও বুঝে বুঝে কিছুটা মুখস্থ করুন। বিশেষ করে ৭ম শ্রেণীর বেশীর ভাগ উপপাদ্যে সর্বসম দেখাতে হয়। এটি তেমন কোনো কঠিন বিষয় নয়। বুঝে পরার চেষ্টা করুন। তাছারা কাল পরিক্ষা তাই আপনি অনেক ভোরে উঠে রিভাইস করে নিতে পারেন। সকালের শান্ত পরিবেশে পড়ায় মনোবল দিন। এবং নার্ভাস হবেন না। আশা করি পরিক্ষায় কোনো অসুবিধে হবে নাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ