ফেসবুকে poke করলে কি হয়,যাকে poke দিবো তার আইডি কি সুরক্ষিত হবে?,বিস্তারিত জানতে চাই।
Share with your friends
Waruf

Call

ধরুন ফেসবুকে একজন অপরিচিত ব্যক্তির প্রোফাইলে ঢুকলেন, সেখানে অনেক সময় ঐ ব্যক্তির সকল ইনফো আপনি নাউ দেখতে পারেন। চাচ্ছেন যে ঐ ব্যক্তির সম্পর্কে জানতে, মেসেজ দেবার অপশনও ডিজেবল বা নাই। তখন আপনি তাকে পোক করতে পারেন, সে যদি রিপ্লাই অর্থাৎ পোক ব্যাক করে তবেই আপনি তার সাথে প্রাথমিক যোগাযোগ করতে পারবেন। এবং ৩দিনের জন্য ঐ ব্যক্তির প্রোফাইল আপনি দেখতে পারবেন। এই হচ্ছে পোকের অর্থ বা কাজ। আইডি সুরক্ষার সাথে এর কোন সম্পর্ক নেই। তবে বহু ক্ষেত্রে যদি কোন ব্যক্তি হতে পারে ফ্রেন্ড লিস্টের বন্ধু যদি অনেকদিন যাবত আপনার কোন খোজ খবর না নেয় তখন আপনি(মানে আমরা) পোক করে একট নোটিস দেই।

Talk Doctor Online in Bissoy App