Jamiar

Call

কিছু মেয়েদের বিবাহিতা জীবন বেশি হলে  তাদের  বিশেষ কিছু কারনে যৌন চাহিদা কমে যেতে পারে  এবং যৌন চাহিদা কমে যাওয়ার  সমস্যা গুলো সাধারণত এরকম –

  • ১। পার্টনারের প্রতি ভালোবাসার অভাব
  • ২। কাজে ব্যস্ততা ও অতিরিক্ত টায়ার্ড থাকা
  • ৩। দীর্ঘ দিনের বিবাহিত জীবনে একে অপরের প্রতি শারীরিক আগ্রহ হারিয়ে ফেলা
  • ৪। মন খারাপ থাকা
  • ৫। যৌন মিলনে কষ্ট হওয়া বা লুব্রিকেশনের অভাব থাকা ।
  • ৬। কারো প্রতি তীব্র ঘৃণা বোধ
  • ৭। সেক্স এ আনন্দ না পাওয়া
  • ৮। সেক্সের সময় পার্টনারের রেসপন্স এর অভাব থাকা
  • ৯। যৌনাঙ্গে রোগ থাকা ( এ ব্যাপারে চর্ম ও যৌন বিশেষজ্ঞ দেখানো উচিত)
  • ১০। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল একটি নতুন জীবন ও অভিজ্ঞতার ব্যাপারে ভয় ও আতঙ্ক ।
তবে তার গর্ভপাত করায় কোন সমস্যা নেই কিন্তু  ২ বছর ধরে ফেমিকন খাওয়ার কারনে যৌন চাহিদা কমে গেছে তাই
 ঐ ওষুধ পরিবর্তন করলে উপকার হতে পারে। গর্ভনিরোধোক বড়ির পরিবর্তে কনডম ব্যবহার করেত পারেন। আপনার স্ত্রীর কোন রোগ হয়ে থাকলে সেই রোগের চিকিৎসা করান। চিকিৎসার সময় ডাক্তারকে আপনাদের যৌন জীবনের সমস্যার কথাও খুলে বলুন। টেস্টোস্টেরোনের অভাবে সমস্যা হয়ে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করে শরীরে টেস্টোস্টেরন বাড়াবার ব্যবস্থা করুন। এছাড়াও নিয়মিত শারীরিক এক্সারসাইজ যৌনইচ্ছা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর তাই ভালো হবে আপনারা দুইজনেই একে অপরের সাথে কথা বলে দেখুন সমস্যা গুলো সেয়ার করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ