Jamiar

Call

ইহা ইমার্জেন্সি ইমকন-১ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব । সহবাস করার ৭২ ঘন্টার ১ টি ইমকন-১ পিল সেবন করেও মাসিকে অনিয়ম হয় । ঘন ঘন রক্তক্ষরণ, পেট ব্যথা,মাসিক অনিয়মিত  হওয়া,।কারো কারো ক্ষেত্রে মাসিকের নির্দিষ্ট সময় হতে ২/১ সপ্তাহ আগে বা পরে মাসিক হয়েথাকে।  এক মাসে ৩ টি পিল খাওয়ায় ঠিক হয় নি  আপনার ,এই ইমার্জেন্সি পিল গুলো অতিরিক্ত সেবন করলে নিয়মিত মাসিক যাদের তাদের মাসিক অনিয়মিত করে।  ফলে ভবিষ্যৎ এ বাচ্চা জন্মদানে হ্রাস পেতে পারে । তাই জন্মনিয়ন্ত্রণে  স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল খাবেন বা সহবাসে কনডম ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

ইমার্জেন্সি পিল কিন্তু ইমারজেন্সি সিচুয়েশনের জন্যেই শুধু। তিন বার ইমার্জেন্সি সিচুয়েশন হওয়া কিন্তু অবিবেচনাপ্রসূত। ইমার্জেন্সি পিল খাওয়ার কারণে এমনটি হয়েছে। ভবিষ্যতে এধরণের ঘটনা এড়াতে স্বল্প মাত্রার পিল বা কনডম ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ