Call

ভাগ্য আল্লাহ প্রদত্ত এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। আল্লাহ তায়ালা আমাদের অনেক সময় পরিক্ষা করেন। আমরা কতটুকু তার ইবাদত করতে সক্ষম। তিনি আগে থেকেই ঠিক করে রাখেন। তিনি কখন কাকে কি ভাবে পরিক্ষা করবেন। তার কথা আমরা জানতে পারি না। আমরা তার কথার পরিবর্তন করতে পারি না। আপনার কথাটি যথার্থ (প্রমাণিত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ! বিয়ে পূর্ব নির্ধারিত। তবে চেষ্টা করতে হবে ভালো কিছু পাওয়ার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রত্যেক মানুষকে মহান আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন; এ থেকে বুঝা যায় প্রত্যেকের জন্য তার স্ত্রী নির্ধারিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, 

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, [ সূরা নাবা: আয়াত- ৮]

ইবনে কাছীর রহ.ও তাঁর অনবদ্য তাফসীর গ্রন্থে একই কথা উল্লেখ করেছেন।  বক্তব্যটির আরবী নিম্নরূপ-

 قال: { وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا } يعني: ذكرًا وأنثى، يستمتع كل منهما بالآخر، ويحصل التناسل بذلك، كقوله: { وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً } [الروم : 21] . تفسير ابن كثير - (8 / 302)

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ