Jamiar

Call

যেহেতু  মাসিক বন্ধ   হওয়ার ১৫ দিন হলো  তাই এতে প্রেগন্যান্সি রেজাল্ট সঠিক নাও হতে পারে। তবে সাধারণত মাসিক বন্ধ হওয়ার ৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি লক্ষন দেখা দেয় ও স্ট্রিপ কাটি  দিয়ে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায়। তাই আপনি ৩ সপ্তাহ পরে টেস্ট করুন সঠিক রেজাল্ট পেতে। তবে জেনে রাখুন মাসিক বন্ধ হওয়ার কিছু কারন যেমন:--

  1. মুত্রথলিতে ইনফেকশন হলে।
  2. অনিয়মিত মাসিক হলে।
  3. গর্ভে সন্তান আসলে।
  4. শরীরে অতিরিক্ত মেদ জমলে বা অতিরিক্ত মোটা হলে।
  5. হরমোন জনিত সমস্যা থাকলে।
  6. পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।
  7. প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে।
  8. শরীরে প্রয়োজনের থেকে কম ফ্যাট বা চর্বি থাকলে।
  9. হঠাৎ করে এবং দ্রুততার সাথে ওজন কমতে থাকলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।
তবে ৩ সপ্তাহ পরেও রেজাল্ট নেগেটিভ আসলে আপনি অবস্বই যৌন বিষায়ক গাইনি বিশেষজ্ঞ কাছে চিকিৎসা নিবেন।

  • আপনার সুস্বাস্থ্য কামনা করি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ