Call

আপনার যদি ফেসবুক লগইন থাকে তাহলে কোন নাম্বার এড করে নিন।তাঁরপর ফরগেট পাসওয়ার্ড করলে সে নাম্বারে রিকোভারি কোডের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন।আর যদি ফেসবুক লগইন না থাকে তাহলে প্রথমে আপনাকে ইমেল খুলেছিলেন সেই ইমেলে এড করা নাম্বার/ইমেল মনে করতে হবে এবং ইমেলে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে ,নিচে থেকে Forget passward ক্লিক করলে রিকোভারি নাম্বার/ইমেল থাকলে কোডের মাধ্যমে ইমেলে লগইন করতে সক্ষম হবেন।আর তাঁপর ফেসবুক ফরগেট পাসওয়ার্ড করলে ইমেলে কোড যাবে সে কোড দিয়ে নতুন করে ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারবেন।আর যদি ইমেলে কোন রিকোভারি নাম্বার/ইমেল এড না থাকে তাহলে ফেসবুকে লগইন করতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ