Call

আমার নিজেরও এই ফোন ছিল।।ফোন কেনার পর ডিফল্টভাবে ১২৩৪ বা ১১২২ পাসওয়ার্ড দেওয়া থাকে।তবে যদি আপনি তা পরিবর্তন করে থাকেন তবে তা অন্য। আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন তাই যদি রিস্টোর ফ্যাক্টরি রিসেট না মারতে পারেন তাহলে আপনার এ জাভা ফোনটা নিয়ে মোবাইল সার্ভিসিং এর দোকানে যান,তবে সেখানেই যেখানে কম্পিঊটার দ্বারা সফটওয়্যার মারা হয়।আপনি গিয়ে বলবেন জাভা Symphony D52i ফ্লাশ করে দেন।তাহলে ওনারা সফটওয়্যার দিয়ে ফ্লাশ দেবে।তাহলে ফোন একদম কেনার সময় যেমন ছিল তেমন হবে।জাভা ফোন ফ্লাশ মাত্র ৫০ টাকা নেবে।স্থানভেদে বেশিও হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
MdAbuSayid

Call

পাসওয়ার্ড মনে করার চেষ্টা করুন।আর পাসওয়ার্ড মনে না পড়লে আপনাকে ফ্লাশ মারতে হবে।ফ্লাশ মারতে ১শত থেকে ১শত ৫০ টাকা লাগবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি নিকটস্থ কোনো মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে ফ্লাস মারুন আশা করি ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App