Call

বিকালে দিকে রোদের তাপ কমে যায় এবং হালকা আলো থাকে। তাই এসময় রোদে থাকলে ত্বকের তেমন কোনো সমস্যা হবে না। বরং বিকালের রোদ ত্বকের জন্য উপকারী। ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলার সময় প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় যার ফলে মাঠ থেকে ধুলো ত্বকে লাগে। এছাড়া প্রচুর ঘামও নিঃসৃত হয়। একারণে ত্বকে সমস্যা হতে পারে। ধুলো ও ঘাম লোমকূপে ওপর বসে ত্বকের নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে। তবে খেলা থেকে এসে হাত-পা, মুখ-মন্ডল সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফ্যানের নিচে বসে ঘাম শুকিয়ে মুছে ফেলুন। তাহলে এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ