শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না, আয়না দেখলে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয় না। সুন্দর চেহারাটি দেখার জন্য আমরা প্রতিদিনই আয়নার সামনে যেয়ে থাকি। প্রতিটি মানুষের উচিৎ, চেহারা দেখে আল্লাহ তা'য়ালার কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে যেন ভুলে না যাই। এ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম কি? তা শিখিয়েছেন নবী মুহাম্মদ (সাঃ)। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) আয়না দেখার সময় এ দোয়া পাঠ করতেন, "اللهم حسنت خلقي فحسن خلقي" উচ্চারণঃ 'আল্লাহুম্মা হাস-সানতা খালক্বি, ফা-আহসিন খুলুক্বি।' অর্থঃ 'হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুতরাং, আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন।' (মিশকাত, হাদীস নং ৫০৯৯)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ