সব মানুষ এক রকম নয়। মেয়েরাও মানুষ। কিছু মেয়ে সৌন্দর্য দেখে ভালবাসে কেউ মন দেখে।যারা সৌন্দর্য দেখে ভালবাসে তারা স্থায়ী সময়ের জন্য খুশি হয় কিন্তু জীবনের লম্বা সফরে ভালো থাকে না ।মহানবী (সা) এর একটি হাদিস রয়েছে,"যদি আয়নায় মানুষের চেহারা না দেখা দিয়ে মন দেখা যেত তবে মানুষ মনকে সুন্দর করার প্রতিযোগিতা করত।" আশা করি উত্তর পেয়েছেন।আ বিস্তারিত ভাবে সুণ্দর চেহাার মানুষধ্যে অমানুষও লুকিয়ে থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আজ কাল ছেলেরা মেয়েদের চেহারা দেখে ভালোবাসে ।যা কখনই পবিত্র না। (পবিত্র সেই ভালোবাসাই হয় যা মন থেকে দুজনই মেনে নেয়) পবিত্র ভালো না হলে সেটা স্থায়িত্ব লাভ করতে পারে না। (  তবে কোর-আন কিন্তু বিয়ের আগে ভালোবাসা সমর্থন করে না। তাই সবাইকে বিয়ের পরে ভালবাসতে হবে । এবং বিয়ের আগে মেলা মেশা করা যাবে না ।)  এই ক্ষেত্রে কোর-আনে পবিত্র ভালোবাসা হলো স্বামী -স্ত্রীর ভালোবাসা।[ ইসলামের বাহিরে বলতে গেলে- মনের ভালোবাসা না হলে তা স্থায়ী হবে না] 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ