ফাকা দাতের মাঝে কোন নতুন দাত বান্ধাতে গেলে ও বিশ্রী দেখাবে,। যেভাবে আছে এভাবেই ভাল। এরপর ও যদি আপনার অসুবিধা হয় তাহলে বিশেষ্ঙ কোন ডাক্তার দেখিয়ে নিবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই চিকিৎসা গুলো করুন-

01. ব্রেসেস অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি। (Brace's Orthodontic Treatment) ● অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি, যেখানে ব্রেসেস নামক বন্ধনীর সাহায্যে এ বিশেষ ফাঁকা জায়গা কমিয়ে আনা যায়। ● এটি একটু ব্যয়বহুল। তবে পোরসেলিন ভেনিয়ার অপেক্ষাকৃত স্বল্পমূল্যের চিকিৎসা পদ্ধতি। যাকে ইনস্ট্যান্ট অর্থোডোনটিক চিকিৎসা বলা হয়।



● 02. পোরসেলিন ভেনিয়ার (Porcelain veneers) ● শুধু মাত্র বাইরের দিকের অংশর এনামেল কে রিপ্লেস করে দিয়ে ক্রাঔন করে , যা অনেক ক্ষেত্রে সফল ভাবে সমাধান করে না | ● অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশের দুটো পদ্ধতির ব্যয় কম হলেও সবচেয়ে স্বল্পমূল্যের পদ্ধতিটি হলো কনভেনশনাল ক্রাউনব্রিজ।

 03. কনভেনশনাল ক্রাউনব্রিজ। (Conventional Crown / Bridge's) ● এটি খুবই চমৎকার একটি পদ্ধতি। অনেক সময় এটি পোরসেলিন ভেনিয়ার থেকে বেশি কার্যকর।

[বি:দ্র- একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার দাঁতের উপরের সারিতে মাঝখানে ফাঁকা এবং ঠিক নিচে ফাঁকা এই ফাঁকাতে কি দাঁত লাগাতে পারবো ?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ