Call

হ্যাঁ, এটা একধরনের মিথ্যা আজগুবি কথা। আসলে কুকুরে কান্নার সাথে বিপদের মানুষের বিপদের সম্পর্ক কি? তাই এধরনের কুসংস্কারে বিশ্বাস করা উচিত নয়। এতে বিশ্বাসের ফলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কুকুর কান্নার সাথে সুলক্ষণ বা কুলক্ষনের কিছু নেই । এটা বড় ধরনের একটা আজগুবি, বানোয়াট কথা।

কোন কিছু দেখে বিপদ আপদ আসবে বলে মনে করা ইসলামে নিষেধ 


মুসলিম কোন বস্তু বা ঘটনাকে অশুভ লক্ষন বলে মনে করে না। কোন স্থান, প্রাণী বা ব্যক্তি বিশেষেরে কারনে কোন অমঙ্গল আসে না কারন সমস্ত মঙ্গল-অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ্ এবং সব কিছুই আল্লাহ্রপক্ষ হতে। সুরা নিসা আয়াত নঃ ৭৮
রাসুল (সঃ) বলেছেন, ‘’কুলক্ষন বলতে কিছু নেই’’ তিরমিযি ১৬১৫
রাসুল (সঃ) আরও বলেছেন, ‘’শুভ-অশুভ নির্ণয়ে কোন লাভনেই’’ বুখারি ৫৭৫৪
রাসুল (সঃ) থেকে আরও বর্ণিত আছে,‘’সেই ব্যক্তি আমার উম্মাত নয়, যে শুভ-অশুভ নির্ণয় করে’’ মাযমাউয যাওয়াইদ ৫/১১৭
পেঁচা অথবা অন্য কোন প্রাণী অশুভ নয়ঃ কুকুর ও বিড়াল কান্না করলে, দুপুর বেলায় কাক ডাকলে, কোথাও বের হওয়ার সময় হোঁচট খেলে, রাতে অথবা দিনে পেঁচা ডাকলে কোন দুর্ঘটনা ঘটবে বা বা কেউ মারা যাবে ইত্যাদি মনে করা শিরক।
রাসুল (সঃ) বলেছেন, ‘’পেঁচার মধ্যে কোন অশুভ আলামত নেই’’ বুখারি ৫৭৭০
রাসুল (সঃ) আর বলেছেন, ‘’পেঁচা সম্পরকে যেসব কথা প্রচলিত তা সঠিক নয়’’ আবু দাউদ ৩৯১২
কোন দিন, মাস অথবা সময় অশুভ নয়ঃ যদি কেউ বিশ্বাস করে অমুক দিবস, রাত্রি, মাস, তিথি, সময়, বস্তু, দ্রব্য বা ব্যক্তির মধ্যে শুভ
বা অশুভ কোন প্রভাবের ক্ষমতা রয়েছে অথবা এরুপ প্রভাব কাটানোর ক্ষমতা রয়েছে তবে তা শিরকে আকবর। জাহেলী যুগে লোকেরা সফরমাসে কোথাও যাত্রা করাকে কুলক্ষন মনে করত। তাই নাবী (সঃ) ‘’সফর মাসকে অশুভ মনে করতে নিষেধ করেন’’ আবু দাউদ ৩৯১৫
রাসুল (সঃ) আর বলেন, ‘’সফর মাসের মধ্যে অকল্যাণের কিছু নেই’’ বুখারি ৫৭৭০
কারো নিকট কোন কিছু অশুভ মনে হলে সে আল্লাহ্র উপর ভরসা করবে এবং উত্তম কথা বলবেঃ
রাসুল (সঃ) বলেন, শুভ-অশুভ বলে কিছু নেই। তবে শুভ আলামতই আমার নিকট পছন্দনীয় আর তা হল উত্তম বাক্য’’ বুখারি ৫৭৭৬
রাসুল (সঃ) আর বলেছেন, ‘’কোন বস্তুকে কুলক্ষন মনে করা শিরক। আমাদের কারো মনে এরকম কিছু জাগা স্বাভাবিক। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন’’আবু দাউদ ৩৯১০


তাই কুকুর কান্না করা  বিপদের  লক্ষন এটা একটা  কুসংস্কার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কুকুর কান্না করলে যে বিপদ আসবে এটা একেবারেঈ ডাহা মিথ্যা কথা,এক ধরনের কুসংস্কার। তবে কুকুর যদি আযান দেওয়ার সময় কান্না করে, এর একটা কারন আছে। আযানের সময় শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় ত্যাগ করে,তখন কুকুর তাদের দৌড়াদৌড়ি দেখতে পেয়ে কান্না করে, ঘেউ ঘেউ করে। রাতের বেলাতেও কুকুর যখন খারাপ জিনিসের হদিস পান, তখনো কান্না করে থাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ