মাউস শব্দের অর্থ ইঁদুর । যন্ত্রটি ইঁদুর এর মতো দেখতে তাই এর নাম রাখা হয় মাউস।

Talk Doctor Online in Bissoy App

১৯৬৩ সালে কম্পিউটারের জন্য বিশ্বের প্রথম মাউসটি তৈরি করেন এঙ্গেলবার্ট। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এটি তৈরি করেন তিনি। এ হার্ডওয়্যারটিকে ব্যবহারের সুবিধার্থে ‘ইঁদুর’ আকৃতি দেয়া হয়েছিল। তাই এর নামও হয়ে যায় ‘মাউস’। এটি একটি ইনপুট ডিভাইস। এর মাধ্যমে প্রোগ্রাম কমান্ড দেয়া যায়। মাউসের ফলে কম্পিউটারের গ্রাফিকস ইউজার ইন্টারফেস বা অপারেটিং সিস্টেম জনপ্রিয় হয়। স্ট্যানফোর্ডে গবেষণার সময় মাউস আবিষ্কার করায় এর পেটেন্ট যায় স্ট্যানফোর্ডের নামে। তাই মাউস আবিষ্কারের পেটেন্ট থেকে কোনো অর্থ পাননি এঙ্গেলবার্ট। মাউস আবিষ্কারের পর স্ট্যানফোর্ডের গবেষকেরা একে ‘বাগ’ নামে ডাকতে শুরু করেন। তবে মাউসের সঙ্গে ইঁদুরের লেজের মতো তার যুক্ত থাকায় এর নাম ‘মাউস’ রাখেস এঙ্গেলবার্ট। তাঁর দেওয়া নামটিই জনপ্রিয় হয়। প্রথম সেই মাউসটির আকার আজকের পরিচিত মাউসের মতো ছিল না, বরং এটি তৈরি করা হয়েছিল একটি বাক্সের মধ্যে। মাউস নাড়াচড়া করার মতো বিশেষ চাকা ছিল বাক্সে। আকারে এটি ছিল বর্তমান মাউসগুলোর তুলনায় বেশ খানিকটা বড়। এ মাউসটি তৈরি করতে পুরোনো টিন ব্যবহার করা হয়েছিল।

Talk Doctor Online in Bissoy App

মাউস মানে ইঁদুর বা নেংটি ইঁদুর ( ছোট ইঁদুর) Rat মানে ইঁদুর আর  Mouse মানেও ইঁদুর  এখানে শুধু ইঁদুর বুঝাতে মাউস বলা হয়নি। মাউস বলা হইছে এই কারনে যে মাউসের আকৃতি ইদুরের মতো আর এর তার লেজ বিশিষ্ট  শুধু তাই নয় কার্সর বা মাউসের ঘোড়াফেরা ছোট ইঁদুরের মতো চটপটে তাই মাউস কে বা ইঁদুরকে ইংরেজিতে Mouse বলে।

Talk Doctor Online in Bissoy App
Call
মাউস শব্দের অর্থ ইঁদুর । যন্ত্রটি ইঁদুর এর মতো দেখতে তাই এর নাম রাখা হয় মাউস।
Talk Doctor Online in Bissoy App