শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

প্রশ্নটি পুর্নভাবে প্রকাশ করতে পারেননি।যাইহোক রাসায়নিক বিক্রিয়ার নিয়ম হচ্ছে বিক্রিয়ায়ক পদার্থ গুলোর কিছু অংশ ইলেক্ট্রন গ্রহন এবং কিছু অংশ ইলেক্ট্রন বর্জন করতে হবে অথবা উভয় ইলেক্ট্রন শেয়ার করবে। বিক্রিয়ায়ক পদার্থ  তাদের সর্বশেষ অরবিটালের ইলেক্ট্রন ত্যাগ গ্রহন বা শেয়ার করে। বিক্রিয়ায়ক পদার্থ গুলো নির্দিষ্ট দুরত্বে অবস্থান করে যাকে বন্ধন দুরত্ব বলে রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থ ধবংস বা সৃষ্টি হয়না শুধু তাদের মধ্যকার সংযোগ প্রকৃতির পরিবর্তন ঘটে। রাসায়নিক বিক্রিয়া একটি নির্দিষ্ট অনুপাতে হয়। বিক্রিয়ায় অংশ নেয়া পদার্থ গুলো অবশ্যই পরমানুতে বিশ্লিষ্ট হবে। চাপ তাপ প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার প্রকৃতির পরিবর্তন ঘটবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ