সাধারণ খেলনার দোকানে যেইসব লেজার পাওয়া যায় সেইসব লেজারের ভিতরে একটা ছোট কাঁচ থাকে । সেটা দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায় । এখন প্রশ্ন হলোঃ এটা দিয়ে কীভাবে ছোটখাটো অণুবিক্ষণ যন্ত্র তৈরী করব ? আমার পরিচিত একজন তৈরী করেছিলেন । কাঁটাকম্পাস, আয়না(দর্পন) ও এইরকম লেজারের কাঁচ দিয়ে । সত্যিকারের অণুবিক্ষণের মত আয়নাটাতে ছোট জিনিস রাখতে হতো !
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণত উত্তল লেন্সের মাধ্যমে তৈরী করা হয় ম্যাগনিফাইং গ্লাস। এটি যেকোন খেলনার দোকানে পাবেন। দাম ৮০ টাকা। এটা ছোট জিনিসকে বড় দেখাতে সাহায্য করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ