Call

আপনি যে প্রতিসরাঙ্কের কথা বলছেন সেটা হল পরম প্রতিসরাঙ্ক ।পরম প্রতিসরাঙ্ক বলতে বুঝায় শুন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক ।আর প্রতিসরাঙ্ক বলতে বুঝায় আপতন কোণ ও প্রতিসরণ কোণের sin মানদ্বয়ের অনুপাত।তাই এ অনুপাত ১ অপেক্ষা বেশি হলে বুঝা যায়,আলোক রশ্মি মাধ্যম পরিবর্তন করলে অভিলম্বের দিকে সরে আসে,কারণ কোণের sin এর মান কোণের মান বৃদ্ধির সাথে সাথে বাড়ে।তাই ১ অপেক্ষা বেশি হওয়ার অর্থ হল,আপতন কোণের মান প্রতিসরণ কোণের মান অপেক্ষা বেশি ছিল,অর্থাৎ মাধ্যম পরিবর্তন করলে আলোক রশ্মি অভিলম্বের কাছাকাছি চলে আসে তথা দ্বিতীয় মাধ্যম প্রথম মাধ্যম অপেক্ষা ঘন।এই ব্যাখ্যা অনুযায়ী, কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হওয়ার কারণ হল আলো শূন্য মাধ্যম হতে কাচে প্রবেশের সময় আলো অভিলম্বের কাছাকাছি চলে আসে এবং আরো বুঝা যায় যে,কাচ শূন্য মাধ্যম অপেক্ষা ঘন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ