১১৮ টি মৌল দিয়ে কত রকমের/কতটি পদার্থ বা কতটি যৌগ গঠন করা যাবে ?

যত বেশী সংখ্যকই হোক, অসীম হবে না । কেননা যৌগ গঠনের একটা লিমিট বা নিয়ম আছে ।

নিয়ম মেনে কতটি যৌগ গঠন করা যাবে ? ব্যাখ্যাসহ বা গাণিতিকভাবে বললে ভালো হয় ।

১১৮১১৮ কি হতে পারে ?


শেয়ার করুন বন্ধুর সাথে
MdRahimKhan

Call

118 টি মৌল দিয়ে অসংখ্যক যোগ তৈরী করা সম্ভব। তবে মোট কতটি যোগ তৈরী করা যাবে এর পরিমাণ বলা সম্ভব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ