50 kg ভরের একটি ব্যক্তি 10m উচু সিড়ি সমবেগে দৌড়ে 70s অতিক্রম করে শেষ সিড়িতে দাড়ানো অবস্থায় তার বিভব শক্তি এবং সিড়িতে উঠার মূহুর্তে তার গতিশক্তি সমান ছিল কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

10  মিটার উঁচুতে ঐ ব্যাক্তির সমস্ত শক্তি বিভবশক্তি ,


আমরা জানি,       [ m= 50, h=10,  t=70 sec] 

বিভবশক্তি = mgh 

                  = 50*9.8*10 

বিভবশক্তি=৪৯০০   জুল


যেহেতু, সমবেগ, 

 


 সমবেগ এর ক্ষেত্র আমারা জানি ,


S= v*t 


10= V*70 

 70V= 10 

V=10/70

V=0.142 ms-1


গতিশক্তি,  (E.K) = 0.5 *m*v^2

           E.k = 0.5*50*0.142

 .  সুতরাং, গতিশক্তি = 3.55 j 


সুতরাং,  গতিশক্তি ও বিভবশক্তি     সমান নয়। 

          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ