Waruf

Call

এটি নিয়া বিতর্ক আছে। উন্নত ও মেরুদন্ডি প্রানিদের দেহের সকল উদ্দিপনা নার্ভের মাধ্যমে স্পাইনাল কর্ড বা ঘাড়ের সুষ্মাকান্ড দিয়া মস্তিষ্কের পেছনে হাইপোথ্যালামাসে উন্মুক্ত হয়। কাজেই গলা কেটে দিলে শরীরের অনুভুতি মস্তিষ্কে পৌছেনা বলে, বলা হয় যন্ত্রনার অনুভুতি পাবেনা, কিন্তু মাথার সাথে মানে কর্তনের উপরের অনুমুতি মস্তিষ্কেই কষ্টের সৃষ্টি করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলে। মেরুদন্ডি প্রানীর প্রতিটা হাড়ের জোড়ায়। আবার কেউ বলে। প্রতিটা শিরা উপশিরায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ