Call

বাংলাদেশের অধিকাংশ কওমি মাদরাসায় ই খানা ফ্রি করার একটা নির্দিষ্ট নাম্বার থাকে। ইন্টারভিউ এর সময় সেই কাংখিত নাম্বার উঠাতে পারলে খাওয়া থাকা ফ্রি । বছরের মাঝে ভর্তি হলে খানা ফ্রি করা একটু কঠিন। কওমি মাদরাসার শিক্ষা সেমিস্টার শুরু হয় রোযার ঈদের এক সপ্তাহ পর থেকে।                      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশে প্রায় সব কওমী মাদরাসায় খানা পরিপূর্ণ ফ্রি করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কিছু শর্ত সাপেক্ষে। তন্মধ্যে নির্দিষ্ট নাম্বারে উত্তীর্ণ হতে হওয়া, ছাত্রের উপর যাকাত ওয়াজিব না হওয়া অর্থাৎ যাকাত গ্রহণের উপযুক্ত হওয়া। আর কিছু মাদরাসায় উপরের ক্লাসগুলোতে পৌঁছলে উল্লিখিত শর্ত সাপেক্ষে খানা ফ্রি করা হয়। মকতব নাযেরায় সাধারণত খানা ফ্রি করা হয় না। এরকম কয়েকটি মাদরাসা হলো, জামি‘আ রাহমানিয়া আরাবিয়া, ঢাকা, লালবাগ মাদরাসা, ফরিদাবাদ মাদরাসা, জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম খুলনা, হাটহাজারী মাদরাসা চট্টগ্রাম ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ