আমি সারাদিনে ৩ থেকে ৪ লিটার পানি খাই। সমস্যা হচ্ছে আমি যদি এখন ১ গ্লাস পানি খাই তাহলে কিছুক্ষণের ভিতরে প্রস্রাব হয়। এভাবে সারাদিনে ৮ থেকে ১০ বার প্রস্রাব হয়। এটা কি কোন সমস্যা? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পানি বেশি খেলে বারবার প্রস্রাব লাগাটা স্বাভাবিক। যেহেতু এখন আবহাওয়া অনেক শুষ্ক ও কিছুটা শীতল। ফলে শরীর থেকে ঘাম হয়না বললেই চলে। তাই প্রস্রাবের চাপ একটু বেশি থাকতে পারে। এ ব্যাপারে নিশ্চিত হতে আপনি রক্তের সুগার পরীক্ষা করাতে পারেন। কারণ ডায়াবেটিস হলেও এরকম বহুমূত্র হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না কোনো সমস্যা হবে না। এটা সাভাবিক, আপনার কতটুকুর পানির পযোজন তা ➕ করে নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

একজন সুস্থ্য ব্যক্তির গড়ে 1.5 লিটার মুত্র ত্যাগ স্বাভাবিক। তবে যেহেতু আপনি পানি একটু বেশি পান করছেন সেহেতু প্রসাব বেশি হতে পারে কারন *গরমকালে আপনি 3লিটার পানি পান করলে 1লিটার মুত্র হতে পারে আর অবশিষ্ট পানি ঘাম/বিভিন্ন ভাবে বের হবে।*আর শীতে ঘাম হয়না ফলে প্রসাব একটু বেশি হবে এটা স্বাভাবিক। তবে আমার মতে ৯/১০ বার প্রসাব এটা কিন্তু স্বাভাবিক না যেখানে একজন ভালো মানুষ দিনে 5/6 বার প্রসাব করে।তাই চিকিৎসা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ