শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I2×R = V2÷R অর্থাৎ, P = V×I অথবা P = I×R অথবা P = V2/R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I2×R×P.F = (V2×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F অথবা P = I2×R×P.F অথবা P = (V2×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P = Power যার একক হলো Watt I = Current যার একক হলো Ampere V = Voltage যার একক হলো Volt R = Resistance যার একক হলো Ohms PF = Power Factor, ফেজ এঙ্গেল এর মান (Cosϴ) ভাই অনেক সূত্র আছে এত সূত্র ত আর লেখা সম্ভব না। যেটুকু পেরেছি উজার করে দিয়েছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

কোন বিষয়ে তা বলেননি, ইলেকট্রনিক্সের ভেতরও  কি ধরনের হিসাব চান তা বললে উত্তর করা মুশকিল। তবে সার্কিট সরলীকরন ও সিগনাল বিষয়ে জানিতে বুলিয়ান এলজেবরা ও লজিক গেট শিখুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ