image Youtube.com প্রবেশ করলে নিচের মতো খালি একটা পেজ আসছে।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমি চিত্র দেখে যা বুঝলাম ---> আপনার নেটওয়ার্কে সমস্যা হইছে। নেটওয়ার্ক চেক করুন এবং পুনঃরায় চেষ্টা করুন। চলুন - একটু বিষয়টি বুঝে নেই। [আপনি যখন ইউটিউবে প্রবেশ করতে যাচ্ছেন তখন মডেম বা ওয়াই-ফাই তে নেট সংযোগ তেমন ভালো পাচ্ছে না। ফলে ইউটিউব তার নেটওয়র্কের জন্য একটু সময় নিচ্ছে। তার জন্যই এরকম হচ্ছে।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টেকনিক্যাল সমস্যা হতে পারে। অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে। অপেক্ষা করেও ঠিক না হলে, যার মাধ্যমে চালাতে চাচ্ছেন (যেমন : মোবাইল বা কম্পিউটার) সেটার সিটিংস ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। আশাকরা যায় সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ