বিশেষ্যের বানানে কোন ভুল নেই । আপনি যেটা খুশি লিখতে পারেন ।  উভয়ই বানানই সঠিক । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

●যূথী, জুথী, যুঁথী, তিনটি বানানই সঠিক। তবে এদের মধ্যে সর্বোত্তম সঠিক বানান হচ্ছে জুথী।

●জুথী নামের সাদৃশ্য নাম হচ্ছে জুথিকা, জুঁই ও জেসমিন। জুথী (Juthi) ও জুথিকা (Juthika) হিব্রু শব্দ, জুঁই (Jui) বাংলা শব্দ, আর জেসমিন (Jesmin) ইংরেজি শব্দ। চারটি নামই নির্দিষ্ট একটি ফুলের নাম ও পরিচয় বহন করে।
●জুঁই : বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ এবং থাইল্যান্ডের ঝোপ-ঝাড় ও তৃণভূমিতে গ্ৰীষ্ম ও বর্ষাকালে থোকায় থোকায় ফোটে এমন ছোট সাদা সুগন্ধি ফুল বা তার কোমল লোমাবৃত ভেষজগুণসম্পন্ন গুল্মজাতীয় লতানে উদ্ভিদ।
●ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ