Call

একজন স্বার্থপর ব্যক্তি একজন মুনাফিকের আচরণ করে থাকে (প্রধানত)| আমরা জানি কোর-আনে বলা আছে মুনাফিকেরা ইসলামের শত্রু।  তো আগে জানা ভালো - স্বার্থপর ব্যক্তি কি ভাবে মুনাফিকের সাথে মিলে যায়। (তবে সব স্বার্থপর ব্যক্তি মুনাফিক হয় না) সব মুনাফিক স্বার্থপর হতে পারে। তবে সব স্বার্থপর মুনাফিক হয় না। (আমি এখানে স্বার্থপরের ভাগ বুঝাচ্ছি) স্বার্থপর দুই প্রকার (★মুনাফিক স্বার্থপর) (★স্বার্থপর)

মুনাফিক স্বার্থপরঃ এরা একদিক দিয়ে মুসলিম জাতীর শত্রু আবার নিজের স্বার্থের জন্য মিথ্যা বলে বলে মুসলিম জাতীকে বিভ্রান্তিতে ফেলে। আমার অনেক সময় আমানতের খেয়ানত করে।অন্যের সম্পত্তি দখল করার জন্য মুখে বলে আমার তোমার সম্পত্তির উপর কোনো লোভ নেই। কিন্তু মনে মনে বলে তোর সম্পত্তির একটু হলেও আমি নিব| " মুনাফিকের স্থান ৭ম জাহান্নামে।(আল-হাদিস)


স্বার্থপরঃ যা করে মুখের সামনে করে। এরা স্বার্থপর হলেও মুনাফিক নয়। তাই এদের শাস্তি মুনাফিকের মতো কঠিন নয়।


স্বার্থপরদের যে শাস্তি থাকছে ("সার্থপর যদি নিজের সার্থের জন্য প্রতিনিয়ত রূপ পরিবর্তন করে তবে তাকে হত্যা করার নির্দেশ আছে")- ("মুসলিম - ৪৬১২")


[স্বার্থপর ব্যক্তি কখনো না কখনো নিজের স্বার্থের জন্য রূপ পরিবর্তন করে। তানাহলে তারা স্বার্থ সিদ্ধি করতে পারে না]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ