আমি রকেট এর পিন নম্বর ভুলে গিয়েছি। এখন কি করা যায়?
Share with your friends
Unknown

Call

রকেটের পিন নাম্বার ভুলে  গেলে করনীয়

  • প্রথমে হেল্পলাইনে কল দিবেন।
  • সমস্যার কথা বলুন। (যেমন আমি আমার একাউন্টের পিন ভুলে গেছি)
  • তারপর একাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিবেন। মানে আপনি আসল ব্যাক্তি কিনা তা যাচাই করা হবে।
  •  যাচাই শেষে কয়েক ঘন্টা পর রকেট থেকে আপনাকে কল দেওয়া হবে।
  • সেখানে নতুন একটি পিন প্রবেশ করান। বিস্তারিত এখানে


Talk Doctor Online in Bissoy App
Call

*৩২২# প্রবেশ করে নিচে দেখুন লেখা আছে,সাহায্য বা help ঐটাতে একটা নাম্বার আছে ঐ নাম্বার দিয়ে ফোন দিন।অতপর তারা পিন জানিয়ে দেবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি রকেট এর হেল্প লাইনে কল করুন ১৬২১৬ এই নাম্বারে। যার নামে একাউন্ট খোলা সে কথা বলতে হবে এবং তাদের সঠিক তথ্য দিতে হবে তার পর হেল্প লাইন থেকে পিন দিয়ে দেবে আপনাকে।

Talk Doctor Online in Bissoy App

আপনি ১৬২১৬ অথবা ০৯৬৬৬৭১৬২১৬ নাম্বারে ফোন করে আপনার সমস্যা বলুন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পাদনা করুন৷ সমাধান হয়ে যাবে৷

Talk Doctor Online in Bissoy App