শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডায়াবেটিস রোগীর জন্য কোন খাবার একেবারেই নিষিদ্ধ নয়।

সব খাবার ক্ষেতে পারবেন তবে খুবই পরিমিত পরিমান ক্ষেতে হবে।

মনে রাখবেন  ডায়াবেটিকস কোন রোগ নয়, ডায়াবেটিকস হল রোগের " মা"।  যা থেকে রোগের জন্ম হয়, এরোগ একেবারেই সারে না তাই ডায়াবেটিকস নিয়ন্ত্রনে রাখতে হয়। 

বিদ্র: এন্ট্রিবায়োটিক ঔষদ খাবার ব্যাপারে ডাক্তারের পরামশ' নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা যে ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক সেবন করা হয়|সেই ডাক্তারের কাছেই জেনে নেওয়া উচিত| একেক এন্টিবায়োটিক একেক খাদ্য বা ওষুধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে| তাই ডাক্তারই ভালো বলতে পারবে এন্টিবায়োটিক সেবনকালে কোন খাদ্য বা ওষুধ নিষেধ থাকবে| এছাড়া প্রশ্নে কোন এন্টিবায়োটিক উল্লেখ নাই|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ