শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বুঝিয়ে বলাটা মনে হয় কঠিন। ছোট করে চেষ্টা করছি। যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ প্রবাহের ক্রিয়ার দ্বারা চালিত হয় এবং কোন প্রকার সিগনাল বা তথ্য বহন করেনা তাকে ইলেক্ট্রিক যন্ত্রপাতি বলে, যেমন বালব, হিটার, ফিরিজ ফ্যান প্রভুতি।  আবার যেসকল যন্ত্রপাতি শুধু বৈদ্যুতিক ক্রিয়ার ফলে কাজ না করে সেমিকন্ডাকটারের কৌশল দ্বারা নিয়ন্ত্রন করে, সেমিকন্ডাকটার দ্বারা প্রবাহ বা চার্জ মডিফাই করে এবং সাথে সিগনাল বা তথ্য প্রবাহিত করে সেই সকল বিষয় যন্ত্রপাতি হচ্ছে ইলেক্ট্রনিক্স। যেমন টিভি। তথ্য বা ভিডিও সিগনাল বহন করে। এবং এতে বিদ্যুৎকে ট্রানজিসটর চিপস প্রভুতি দ্বারা মডিফাই করা হয়। মেশিন হচ্ছে মোটর এর সাথে জড়িত এবং বিদ্যুৎ শক্তিকে বিভিন্নভাবে রুপান্তর করে বলে পরিণত করার কৌশল।  অন্য দিকে ডিভাইস হচ্ছে সিগনাল বা তথ্য উৎপাদন প্রেরন বা গ্রহন করতে পারে এমন একক অংশ। তবে একে অন্যের সাথে জড়িত এমন দুই বা তিন একক মিলেও একটি ডিভাইস তৈরি করতে পারে। যেমন, মডেম, মোবাইল, হেডসেট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ