আমেরিকা নামে কোন দেশ বা রাজ্য নেই । আপনি যেটা বলতে চাচ্ছেন সেই দেশের নাম যুক্তরাষ্ট্র । আর ইংরেজীতে United States of America । এটাকেই সংক্ষেপে USA বলা হয় । তবে মানুষের কাছে আমেরিকা বললে যুক্তরাষ্ট্রকেই বোঝায় । কিন্তু আমেরিকা হচ্ছে মহাদেশের নাম ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাজ্য আর দেশের মধ্যে মূলত শাসন ব্যবস্থায় পার্থক্য দেখা যায়।কোন দেশ বা রাষ্ট্র হতেই ঐ রাষ্ট্রের সমস্ত শাসনকার্য পরিচালিত হয়।আর রাজ্যের ক্ষেত্রে রাজ্য একটি দেশের অধীনে থাকে এবং এর স্থানীয় স্বায়ত্তশাসন আছে।তবে মূল শাসনকার্য কেন্দ্র থেকে পরিচালিত হয়।আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র বা United States of America) অনেকগুলো অঙ্গরাজ্য বা প্রদেশের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র।এর অঙ্গরাজ্যের সংখ্যা ৫০ টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ