অবিবাহিতদের ব্যাভিচারের শাস্তি হলো ১০০ বেত্রাঘাত। আর বিবাহিতদের ব্যাভিচারের শাস্তি হলো প্রস্তরাঘাতে মৃত্যু।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib96

Call

না, শুধুমাত্র বিবাহিত কে মৃত্যুবরণ না করা পর্যন্ত প্রস্তরাঘাত করা হবে৷ আর অবিবাহিত কে একশত বেত্রাঘাত করা হবে৷ মনে রাখা দরকার এ শাস্তি শরীয়তগত ভাবে প্রমানিত হলেই কেবল কাজি বা বিচারক তা বাস্তবায়ন করতে পারে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অবিবাহিত বা বিবাহিত যিনাকারী লোকের শাস্তি প্রসঙ্গে হাদিসে এসেছেঃ উবাদা ইবনুস সামিত (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নিকট হতে তোমরা জেনে নাও। যিনাকারীদের জন্য আল্লাহ তাআলা একটি রাস্তা করে দিয়েছেন। বিবাহিত পুরুষ ও স্ত্রীলোক পরস্পর যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে, তারপর পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত পুরুষ বা স্ত্রীলোক যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে এবং এক বছরের নির্বাসনে পাঠাতে হবে। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১৪৩৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ