Call

 اسلام عليكم ورحمة الله وبركتها ومغفرتها وجنتها

 হ্যা, অবশ্যই মহিলার দিকে নিসবত । وجنتها মহিলার একক ভাবে হয়েগেলো !

পুরুষ মহিলাকে সালাম দেয়া, অনুরূপ ভাবে মহিলা পুরুষকে সালাম প্রদান করা জায়েজ। সুতরাং মহিলা তার মাহারাম (বিবাহ যাদের সাথে বৈধ নয় এমন) ব্যক্তিদেরকে সালাম দিবে এবং তাদের সালাম এর উত্তর দেয়াও তার উপর ওয়াজিব। অনুরূপ ভাবে পুরুষ ব্যক্তি তার মাহরাম নারীদেরকে সালাম দিবে এবং তার উপর তাদের সালামের জওয়াব দেওয়া ওয়াজিব। যদি কোন মহিলা বেগানা হয় তবে তাকেও সালাম দেওয়া যাবে। আর যদি সে মহিলা সালাম করে, তার সালামেরও জওয়াব দিতে হবে। অবশ্য এ বিধান ফিতনা থেকে নিরাপদ থাকাবস্থায় প্রযোজ্য । কিন্তু সালাম লেন-দেন হলে যদি ফেতনা সৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে তবে তা থেকে নারী-পুরুষ উভয় পক্ষের জন্য বিরত থাকা আবশ্যক। -মেশকাতুল মাসাহবীহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সালাম এমন একটি শব্দ যা বহুবচন হিসাবে ব্যবহার হয়। ”কুম” শব্দটি এক জন হলেও বা একাধিক হলেও ব্যবহার হয়। সালামের শব্দে যা আছে তাই ব্যবহার করতে হবে। মহিলা পুরুষ আলাদা করা যাবে না। আর মাগফিরাত বা জান্নাত যে শব্দ যোগ করেছেন তা ইসলাম পরিপন্থী- এখানে দেখুন- সালাম প্রদানের নিয়মাবলী


রহমাতুল্লাহি শব্দটিতে রহমত কে আল্লাহর সাথে নিসবত (সম্পর্কিত) করা হয়েছে। বরকত শব্দ এর “হা” জমিরও আল্লাহর সাথে নিসবত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ