Jamiar

Call

TVS মানে Trans Vaginal Scan. এটাতে follicle দেখা যায়। follicle বড় হয়ে গেলে, এটার থেকে ডিম বের হয়। স্ক্যান করে দেখা যায় follicle কত বড় হয়েছে, আর এটা যেনে ডাক্তার ইনজেকশন দেয় ovulation (ডিম্বস্ফোটন) হওয়ার জন্য। আর এর জন্য বিশেষজ্ঞ ডা: এর কাছে পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টি ভি এস এর পূর্ণরূপ হলো trans viginal sonography।

এই টেস্ট সাধারণত মেয়েদের প্রজনন অঙ্গের জন্য করা হয়ে থাকে। যার মধ্যে রয়েছে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয় এবং কোষ। ডাক্তার যদি আপনার শারীরিক পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পেয়ে থাকে তখন এই টেস্ট করা হয়। বা যদি অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না অথবা কোমরে ব্যথা। তখন ডাক্তার এই টেস্ট করে আপনার সমস্যার কারণ বুঝতে পারেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ