Call

আইবিএ (IBA) কি? Institute of Business Administration সংক্ষেপে যাকে বলা হয় IBA । এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান যেখানে BBA এবং MBA পড়ার জন্য ছাত্র- ছাত্রীদের মধ্যে সবচাইতে বেশী প্রতিযোগীতা হয়। IBA থেকে BBA কিংবা MBA করলে বদলে যেতে পারে একজন ছাত্রের পুরো ভবিষ্যৎ যার পর থেকে থাকে শুধুই সাফল্যের হাতছানি। আসন সংখ্যা: BBA: 120টি। বছরে শুধুমাত্র একবারই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সাধারণত ডিসেম্বর মাসের 2য় সপ্তাহের পরের যেকোন শুক্রবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে অনেক সময় November-এর শেষ সপ্তাহেও এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যায়। সবকিছু নির্ভর করে IBA কর্তৃক নেয়া সিদ্ধান্তের উপর। MBA: বছরে পরীক্ষা হয় দুইবার একবার জুনে (কখনো কখনো জুলাই মাসে) যেমন- এইবছর জুলাই মাসেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশী) আরেকবার ডিসেম্বর মাসে। জুনে আসন সংখ্যা 60টি আর ডিসেম্বরে Full Time 60টি এবং Part Time 60টি। (তবে এইটা depend করে Exam committee এর উপর যেমন ৪৬ ইনটেক এ নিয়েছিল ৩৭ জন।) EMBA (Executive MBA of IBA): বছরে পরীক্ষা হয় তিনবার| Spring, Summer আর Fall সেশন-এ। প্রতিবারে ছাত্র- ছাত্রী ভর্তি করা হয় 40 জন করে অর্থাৎ বছরে মোট 120 জন। IBA বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA কেই বোঝায়? আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ও IBA আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও IBA আছে। যদিও এখনও মানুষ IBA বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-কেই বোঝে। IBA তে কারা BBA করতে পারে? HSC বা সমমানের পরীক্ষায় (যেমন দাখিল কিংবা ও লেভেল) যে কোন বিভাগ থেকে পাস করলেই কেউ একজন IBA- তে BBA করার জন্য ভর্তি পরীক্ষা দিতে পারে। তবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য SSC এবং HSC মিলে মোট ৭.৫ পয়েন্ট লাগবে (চতুর্থ Subject সহ)। অর্থাৎ মোট GPA ৭.৫ থাকলেই যে কেউই IBA-এর জন্য admission test দিতে পারবে। যেমন- মি. মনির SSC- তে পেল GPA 3.5 এবং HSC- তে পেল GPA 4 অতএব সে IBA-তে পরীক্ষা দিতে পারবে। অথবা পয়েন্টের ভিত্তিতে কারো যদি মোট ৫ পয়েন্ট থাকে তাহলেই সে IBA-এর BBA পরীক্ষা দিতে পারবে। কোন পরীক্ষায় জিপিএ ৪ বা এর বেশি থাকলে পয়েন্ট হবে ৩ এবং জিপিএ ৩ এর বেশি কিন্তু ৪ এর কম হলে পয়েন্ট হবে ২।

Talk Doctor Online in Bissoy App