শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিটল পোকার আক্রমণে কলার গায়ে বসন্ত রোগের দাগের মতো দাগ হয় যা অনেকেই কলার দাউদ রোগ বলে। এজন্য কলার মোচা বের হওয়ার সময় অনুমোদিত কীটনাশক স্প্রে করে এ পোকা দমন করা যায়। ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক স্প্রে করে পোকা নিয়ন্ত্রণ করা যায়। কার্বারিল গ্রুপের গুঁড়া কীটনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে মোচা বের হওয়ার সঙ্গে সঙ্গে একবার, কাঁদিতে কলা বের হওয়ার পর দ্বিতীয়বার এবং সম্পূর্ণ কলা বের হওয়ার পর শেষবার স্প্রে করলে এ পোকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। [এজন্য আপনাকে কলাতে কীটনাশক স্প্রে করতে হবে]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ