প্রথম আবস্থায় লাউ ভালো হলো। কিন্তু এখন লাউ এর করা কত গুলো বাকা ঝোকা এবং নিচের অংশ চিকন হয়ে মারে যায়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পোঁকার আক্রমণ, পর্যাপ্ত জৈব সারের ঘাটতি ও পানি সংকটের কারণে এ ধরণের সমস্যা হয়ে থাকে| তাই প্রথম দিকে সপ্তাহে একবার বিষ প্রয়োগ করতে হবে|আক্রমণের হার কমে গেলে ১৫ দিন পর পর বিষ প্রয়োগ চালিয়ে যেতে হবে| গাছে পঁচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা দিতে হবে|সেই সাথে প্রয়োজন মাফিক পানি দিতে হবে|তবেই আশা করি সমস্যার সমাধান হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ