আমি ২০১৮ সালে এইচএসসি দিয়েছিলাম। কিন্তু ফিজিক্সে খারাপ করি! ফলে আগামীতে পরীক্ষা দিতে হবে. . এখন আমি যদি সবগুলা বিষয়ে পরীক্ষা দিই তাহলে কি আমার সনদপত্রে Irregular লেখা থাকবে? ??  আর Irregular সনদ দিয়ে কি জব পেতে কোন সমস্যা হবে ?
Share with your friends

ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে আপনার সনদপত্রে Irregular এবং Regular এই দুইটির একটিও উল্লেখ থাকবে না। আপনার সনদপত্রে Regular এবং Irregular এর পরিবর্তে Improvement লেখা থাকবে। আমার বন্ধু ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় ইমপ্রুভমেন্ট দিয়েছিল। তার সনদপত্রে Improvement লেখা ছিল। Improvement সনদপত্র দিয়ে চাকুরি পেতে কোন সমস্যা হবে না।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি আগামী বছর সকল বিষয়েও পরীক্ষা দেন তারপরও আপনার সনদে irregular লেখা আসবে। আর এটা চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা করবে না।

Talk Doctor Online in Bissoy App