আমি এইবার এইচ এস সি তে মানবিকে    তে ৩.৮৩ পেয়েছি।  আমি এখন সরকারি  Politechnical  ভর্ততি হতে চাই।   আমি এখন কি করব বুঝতে পারতেছিনা।  একটু  help করেন । 
Share with your friends

পারবেন কিন্তু আপনাকে কিছু কলেজ চয়েস করে ,অনলাইনে আবেদন করতে হবে। আশাকরি এই পয়েন্ট দিয়ে নরমাল কিছু পলিটেকনিক চান্স দেওয়া ভাল

Talk Doctor Online in Bissoy App
Call

পারবেন না। এইচ এস সি তে বিজ্ঞান বিভাগ লাগবে তবে আপনি এস এস সির সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

  • পলিটেকনিক  ভর্তির জন্য ২০১৮, ২০১৯, ২০২০ সালে পাসকৃত এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
  • ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
  • মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
  • ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • আবেদন ফরম জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২২ বছর হতে হবে।
  • আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে

     সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 


Talk Doctor Online in Bissoy App