Share with your friends

যখন কোনো কোম্পানি তাদের নিজস্ব অর্থ ও লোকবলে কোন ঔষধ তৈরি করে তখন ঔষধটি যদি জনপ্রিয় হয় তবে অন্য কোন কোম্পানি দ্বারা নাম নকল করা রোধ করতে তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে তাদের ঔষধের নামটিকে রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন ।অর্থাৎ তারা ছাড়া এই নাম কেউ ব্যবহার করতে পারবে না । ইংরেজিতে এই প্রক্রিয়াকে বলে ট্রেডমার্ক (Trademark) যা সংক্ষেপে → ® অথবা ™ দ্বারা প্রকাশিত করা হয়। 

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App