সকাল থেকেই আমি মোবাইলে ডাটা অন করিনি কিন্তু বিকেলে ডাটা অন করে ফেসবুকে একটু ঘুরাঘুরি করে ডাটা অফ করতে গিয়ে দেখি ১৫৬ mb শেষ। কেউ বলবেন কি? এটার কারন কি আর এমন কোনো apps আছে কি? যেটা দিয়ে আমি আমার মোবাইলে কোন কোন apps এবং কিভাবে এমবি সেষ হচ্ছে তা দেখতে পাবো
Share with your friends

Dataeye নামে একটা Apps আছে ঔটা ব্যবহার করেন।এটা শুধু ফোনে সক্রিয় করে রাখেন তাতেই Mb কম ফুরাবে

Talk Doctor Online in Bissoy App
Call

এ বিষয়ে আপনি আপনার অপারেটর হেল্পলাইনে ফোন করে জানালে তারা সমস্যার সমাধান করে দিবে। আমারও এমন হয়েছিলো। ১৫৮ এ কল করেও ফ্রি অভিযোগ জানাতে পারেন সকল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

এমন কোন এপ্স নেই যেটা দিয়ে আপনি আপনার মোবাইলে কোন কোন apps এবং কিভাবে এম্বি নিচ্ছে তা দেখার।আর আপনার ফোনের এম্বি গুলো কাটার কারন হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা অন আছে তাই সকল এপ্স ডাটা (এম্বি) কাটছে। তাই আপনি আপনার ফোনের সকল এপ্স এর ব্যাকগ্রাউন্ড  ডাটা অফ করে দিতে পারবেন, তাহলে যে এপ্স এ কাজ করবেন বা ঢুকবেন শুধু সেই এপ্স এ এম্বি কাটবে। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App

ফোনের ডাটা ব্যাকগ্রাউন্ড অফ করে রাখতে হবে।

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি প্লে স্টোরের সেটিং এ গিয়ে do not update apps এ ক্নিক করুন। তাহলে আর অযথা এমবি কাটবে না। 

Talk Doctor Online in Bissoy App

হয়তো আপনার অটো আপডেট চালু আছে যে কারণে এই রকম হয়ে থাকে।

আপনি ব্রাক গ্রাউন্ড ডাটা রিস্টিক করে রাখুন

তাহলে আপনি যে অ্যাপ ব্যাবহার করবেন শুধু সেই অ্যাপ
এর জন্য ডেটা কাটবে।
Talk Doctor Online in Bissoy App