শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যোজনী ও ষোজ্যতা ইলেক্ট্রনের সংঙ্গা থেকে বোঝার চেস্টা করুন ; যোজনী:অনু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে ।অন্যভাবে বলা যায় , কোন মৌল অস্টক পূরণের জন্য যতটি ইলেক্ট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে যোজনী বলে । অক্সিজেনের সর্ববহিঃস্তরে 6 টি ইলেক্ট্রণ রয়েছে এবং অক্সিজেন অস্টক পূরণের জন্য ২ টি ইলেক্ট্রন গ্রহণ করে । তাই,অক্সিজেনের যোজনী ২ । যোজ্যতা ইলেক্ট্রন:কোন মৌলের সর্বশেষ শক্তিস্তরে যতটি ইলেক্ট্রন থাকে ঐ ইলেক্ট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেক্ট্রন বলে । অক্সিজেনের ইলেক্ট্রন বিন্যাস হলো ২,৬ । অর্থাত্‍ সর্ববহিঃস্তরে ৬ টি ইলেক্ট্রন রয়েছে । সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেক্ট্রন হলো ৬ টি । আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ