শেয়ার করুন বন্ধুর সাথে

Call

cu,29কপারের ইলেকট্রন বিন্যাশ ব্যাতিক্রম কেনোনা 3d অরবিটাল একটির জন্য সুস্হতি অর্জন করেছে না 4s থেকে একটি ইলেকট্রন গ্রহন করে 3d সুস্হতি অর্জন করে তাই (cu)কপারে ইলেকট্রন বিন্যাস ব্যাতিক্রম ॥ বিদ্রঃ যে কোনো মৌল অর্ধ-বা পরিপূর্ন হয়ে ইলেকট্রন বিন্যাস গঠন করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বাভাবিক নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাসের শেষে 4s2 3d9 হওয়ার কথা । কিন্তু d  অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীলতা প্রদর্শন করে বিধায় কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষে 4s1 3d10 হয়। এজন্যই কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

২৯ Cu →1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 আমরা জানি সমশক্তিসম্পন্ন অরবিটাল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকলে মৌলটি সুস্থিত হয়। তাই কপারের ইলেকট্রণ বিন্যাস একটু ব্যাতিক্রম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
Cu(29)=1s2 2s22p6 3s23p63d10 4s1 কপারের ইলেকট্রন বিন্যাসে 4s orbital এ ২টি ইলেকট্রন থাকার কথা কিন্তু 4s orbital এ ১টি ইলেকট্রন প্রবেশ করেছে। কারণ অরবিটালের ধারণ ক্ষমতার অর্ধেক বা সমান পরিমাণ ইলেকট্রন থাকলে মৌলটি অধিক স্থিতিশীল হয়। তাই কপারের ক্ষেত্রে 3d9 4s2 এর পরিবর্তে 3d10(পূর্ণ:স্থিতিশীল) 4s1(অর্ধপূর্ণ :স্থিতিশীল)বিন্যাস কপার কে অধিক স্থিতিশীলতা প্রদান করে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ